দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপরিবার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয় | তাঁর স্ত্রী, বাবা এবং বাড়ির কয়েকজন কর্মীর শরীরে মিলেছে করোনা ভাইরাস | বুধবার টুইট করে এই কথা জানান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় | বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তাঁর বাবা এবং স্ত্রী এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন| বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল|করোনায় আক্রান্ত হয়ে বাবুল লিখেছেন, ‘আমি, আমার স্ত্রী, বাবা ও কর্মচারীরা করোনায় আক্রান্ত | আমার বাবার ৮৪ বছর বয়স | এই মুহূর্তে তাঁর জরুরিভিত্তিতে ককটেল অ্যান্টিবডি ইনজেকশনের প্রয়োজন | তবে বাজারে সেটি অমিল | ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েও যখন মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তখন সরকারের উচিত এই ককটেল ইনজেকশন সরকারি হাসপাতালে সরবরাহ করা |ককটেল পদ্ধতির চিকিৎসায় খরচ ৬১ হাজার টাকা|’
এই মুহূর্তে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ | প্রসঙ্গত, ২০২০ সালে বাবুলের বাবা এবং মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন | ৯ ডিসেম্বর তাঁর মায়ের মৃত্যু হয়|