Breaking News

করোনা ‘উদ্বেগ’ কলকাতা পুলিশে, আইপিএস-সহ আক্রান্ত ৮৩ জন পুলিশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কলকাতা পুলিশ মহলেও | জানা গিয়েছে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং ৫ জন ডেপুটি কমিশনার পর্যায়ের আইপিএস অফিসার করোনায় আক্রান্ত | শেষ আপডেট অনুযায়ী, কলকাতা পুলিসে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন | তারমধ্যে ৮ জন আইপিএস অফিসার | নতুন করে ৩ জনের শরীরে ধরা পড়ে সংক্রমণ | ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে | ৩ জন-ই আইপিএস অফিসার | একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লালবাজারে | কলকাতা পুলিশে এখনও পর্যন্ত ৮ জন আইপিএস করোনায় আক্রান্ত হয়েছেন| মঙ্গলবার যারা আক্রান্ত হয়েছেন তাঁরা হলেন, ডিসি ডিডি স্পেশাল দেবস্মিতা দাস, ডিসি পোর্ট জফর আজমল কিদওয়াই, ডিসি ফোর্থ ব্যাটেলিয়ান সৈকত ঘোষ |সোমবারেই নতুন করে আক্রান্ত হয়েছেন কলকাতার ডিসি ট্রাফিক (দক্ষিণ) শ্রী অতুল ভি | আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন | তিনি ছাড়াও এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ২২ জন পুলিশকর্মী | তারা সকলেই থানা এবং বিভিন্ন ট্রাফিক গার্ডে কর্মরত | সব মিলিয়ে করোনায় কলকাতা পুলিশের এখনও পর্যন্ত ৮৩ জন কর্মী আক্রান্ত হয়ে পড়েছেন | সেই কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন লালবাজারের পুলিশ কর্তারা | এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডের কাছে নির্দেশ পাঠিয়েছেন কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েল | এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৯ শতাংশ | কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *