Breaking News

শহরে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন, চিহ্নিত ২৫ টি এলাকা,৩ জায়গায় চালু হচ্ছে সেফ হোম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ফিরল কনটেনমেন্ট জোন। প্রাথমিকভাবে ২৫ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় দুটি বস্তি এলাকা আছে। একাধিক আবাসন, ফ্ল্যাট এবং হস্টেলকেও কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক শহরের ২৫টি কনটেনমেন্ট জোনগুলি-

১৯০ থেকে ১৯৪ মানিকতলা মেইন রোড |
পি ১৩ সিআইটি রোড |
প্রসাদ এক্সোটোসিয়া, ক্যানাল সার্কুলার রোড |
১৬/২ ব্ল্যাক বার্ন লেন |
সিভার স্প্রিং, ৫ জে বি এস হালডান অ্যাভিনিউ |
অ্যাক্টিভ একারস |
বিন্দাবন গার্ডেন, ৯৮ ক্রিস্টোফার রোড|
৭,৮, ৯,১১, ১২, ১৪, ১৬ লাউডন স্ট্রিট|
৬এ, শর্ট স্ট্রিট |
২৫ই, ২৬, ২৮বি শেক্সপিয়ার সরণি |
১৩, ২৮, ৩০ বন্ডেল গেট |
৪, ১৪, ২২, ২৯ বালিগঞ্জ পার্ক রোড |
৩, ৫এ মেফেয়ার রোড |
৪৬বি, ১১৩ডি, ১১৯\২ মাতেশ্বর তলা রোড |
২৩এ, আশুতোষ চৌধুরি অ্যাভিনিউ |
ফ্ল্যাট ৭এ ময়ূর অ্যাপার্টমেন্ট, ২ ময়ূর ভাঞ্জ রোড |
আইডিয়াল টাওয়ার, ৫৭, ডায়মন্ড হারবার রোড |
৩০/৮ রাজডাঙা মেইন রোড |
৭৮৩ আনন্দপুর উড়বানা |
ই ২৮ সম্মীলনী পার্ক |
টাটা হল (আইসোলেশন হোস্টেল), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা |
রামাজুন হোস্টেল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা|
লেক ভিউ হোস্টেল, ডায়মন্ড হারবার রোড, জোকা কলকাতা |
নিউ হোস্টেল, ডায়মন্ড হারবার রোড, জোকা কলকাতা |

এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় পুরসভায় | বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘শহরের ২৫ জায়গায়, সেখানে ৪-৫ জনের বেশির আক্রান্ত, সেখানে মাইক্রো কনটেন্টমেন্ট জোন করা হবে | বেশ কিছু ফ্ল্যাট আছে, সেখানেও আমরা মাইক্রো কনটেন্টমেন্ট জোন করছি | সেখানে কিন্তু আমাদের নজর থাকবে, ফ্ল্যাট থেকে কেউ বেরোচ্ছেন কিনা, লিফটে স্যানিটাইজেশন করা হচ্ছে কিনা’ | কোভিড মোকাবিলায় আর কী পদক্ষেপ করছে কলকাতা পুরসভা? মেয়র জানিয়েছেন, ‘আইআইএম কলকাতার হস্টেলগুলিতে সংক্রমণ ছড়াচ্ছে | তাঁদের বলা হচ্ছে, আইসোলেশন করে যদি হস্টেলে ভিতরে যদি আলাদা থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সাধারণ ছাত্ররা আক্রান্ত হবে না | প্রত্যেকটি বাজার ও জনবহুল রাস্তায় স্যানিটাইড করা হবে, মাইকিং হবে | বাজার কমিটিকে বলেছি, ‘নো মাস্ক, নো সেল’ লিখতে | অর্থাৎ মাস্ক না পরলে কেনাকাটা করা যাবে না’ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *