দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার দাপট বেড়েছে রাজ্য জুড়েই, যা উদ্বেগ বাড়াচ্ছে প্রত্যেকের | এই পরিস্থিতিতে দুস্থ কোভিড রোগীদের পাশে রাজ্য সরকার | এবার দুঃস্থ কোভিড রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ভাবনা নবান্নের | চাল, মুড়ি, বিস্কুট এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ একটি প্যাকেট অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেবে পুলিশ | এই মর্মে জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে | কোভিড পরিস্থিতির জেরে অনেকেরই রোজকার আয়ে টান পড়েছে | বিশেষত সমস্যায় পড়ছেন নিম্নবিত্ত মানুষরা | এদিকে তার উপর দিন আনা দিন খাওয়া পরিবারের কারোর যদি করোনা হয় তবে তো মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ার সামিল | তবে আর্থিকভাবে দুর্বল মানুষদের কেউ করোনা আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিল নবান্ন | নবান্নের তরফে জানানো হয়েছে, “গত বছরের শেষের দিক থেকেই রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা | বহু মানুষই আক্রান্ত হয়েছেন | উপসর্গ বেশি না থাকায় অনেকেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন | এই পরিস্থিতিতে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় সামগ্রী-সহ প্যাকেট দুস্থ কোভিড রোগীদের বাড়ি বাড়ি সরবরাহ করা হবে | জেলাশাসকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিন | পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে|” জেলাশাসকদের এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে কেবলমাত্র করোনা আক্রান্ত গরিব মানুষই এই ধরনের প্যাকেট পাবেন |