Breaking News

চার পুরসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আসন্ন চারটি পুরসভা নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | আজ, বুধবার কলকাতা হাইকোর্টে সমাজকর্মী বিমল ভট্টাচার্য এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন | আর এই মামলাটি করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ |মঙ্গলবার রাজ্যের ৯ হাজারেরও বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন| এই পরিস্থিতিতে পুরসভার নির্বাচন হলে আরও মানুষ আক্রান্ত হয়ে পড়বেন| এই অবস্থায় পুরসভা নির্বাচন হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে বিমলবাবু জনস্বার্থ মামলা দায়ের করেছেন | আর তা নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা | কারণ যদি কলকাতা হাইকোর্ট এই চার পুরসভার নির্বাচন পিছিয়ে দেয় তাহলে বাকি নির্বাচনও পিছিয়ে যাতে পারে |ইতিমধ্যেই প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে | ৬ জানুয়ারি শুনানির কথা রয়েছে | প্রসঙ্গত, আজই পুরনির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন | আগামী ২২ জানুয়ারি চার পুরসভার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছিল রাজ্য নির্বাচন কমিশন | কিন্তু এই জনস্বার্থ মামলার জেরে তা শেষ পর্যন্ত হয় কিনা সেটাই দেখার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *