দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কোভিডের কারণে ওয়ার্ক ফ্রম হোম চালু করল কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | সূত্রের খবর, কলকাতায় সিবিআই দফতরে ১৩ জন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন | কলকাতার নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কর্মরত আধিকারিকরাই মূলত করোনা পজিটিভ বলে জানা যাচ্ছে | ফলে গোটা অফিস জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে | পাশাপাশি নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে কর্মী হাজিরা ৪০ শতাংশ করে দেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে | তাঁদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসাররা | এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ | বাকিরা থাকবেন কোয়ারেন্টিনে| সিবিআই-এর দুটি দফতরেই স্যানিটাইজেশন করা হবে বলে খবর | যদিও ইডি দফতরের কেউ আক্রান্ত হননি বলেই খবর | আগাম সুরক্ষা হিসাবে এই ব্যবস্থা চালু করল ইডি | করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে | চিকিৎসক থেকে রাজনীতিবিদ, পুলিশ কেউ বাদ যাচ্ছেন না | এই পরিস্থিতি দেখেই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ওয়ার্ক ফ্রম হোম করার সিদ্ধান্ত নিয়েছে | তদন্ত বাড়ি থেকে কিভাবে হবে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে | যদিও বিস্তারিত কিছু এই দুই সংস্থা জানায়নি| ক্রমেই জাল ছড়াচ্ছে ওমিক্রন | গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩ | গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর |