নিজস্ব প্রতিনিধি, হুগলি :- সমাজের পিছিয়ে পড়া গরীব মানুষদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করল উত্তরপাড়া ডাঃ বি.সি.রায় মেমোরিয়াল কমিটি |এদিন উত্তরপাড়া পৌরসভার কো-অর্ডিনেটর সুমিত চক্রবর্তী(টুকাই)বলেন সারাবছর মানুষের পাশে থাকি।লকডাউনের সময় চাল ডাল থেকে তেল নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলাম।আর এখন গরিব মানুষের চোখের ছানি অপারেশন সারাবছর এই সমস্ত সেবা মূলক কাজ চলতেই থাকে |
বিনামূল্যে কো-অর্ডিনেটর মাননীয় শ্রী সুমিত চক্রবর্তী(টুকাই)-এর উদ্যোগে এবং ডাঃ রানা দাসের তত্ত্বাবধানে, লায়েন্স ক্লাবের সহযোগীতায় ১২ জন মানুষের ছানি অপারেশন করানো হল |
শুধু ছানি অপারেশনই নয়,এদিন উত্তরপাড়া ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল কমিটির সম্পাদক মাননীয় শ্রী সুমিত চক্রবর্তীর ব্যবস্থাপনায় ক্লাব প্রাঙ্গণে আনুমানিক প্রায় ২২০জন মত মানুষের ব্লাড সুগার,ব্লাড প্রেসার, ইসিজি ও সাধারণ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল |
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ | এমনকি করোনাকালে মানুষকে সচেতন করতে এদিন সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানেটাইজারও হাতে তুলে দেওয়া হয়|
Hindustan TV Bangla Bengali News Portal