নিজস্ব সংবাদদাতা :- আগামী ৩১ জানুয়ারি ডোমজুড়ে অমিত সাহের সভা রয়েছে | তার আগে আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া দলে যোগ দেওয়ার চর্চা যেন আরও পোক্ত হল | তবে, এ বিষয়ে রাজীববাবু নিজে এখনও কোনও কিছু স্পষ্ট করেননি |বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন রাজীবের জবাব, ‘এখনও দলেই আছি| মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি | আমার সিদ্ধান্ত আগামিকাল জানাব | আমি মনে করি, মানুষের জন্য কাজ করতে গেলে, একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হবে”|২২ শে জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন জোমজুড়ের তৃণমূল বিধায়ক | শুক্রবার বিধানসভার স্পিকারের কাছে তিনি পেশ করেন নিজের পদত্যাগপত্র |
এদিন তিনি তৃণমূলের সদস্যপদও ছেড়ে দিতে পারেন বলে খবর |খুব শিগগিরই প্রাক্তন বনমন্ত্রী বিজেপিতে যোগদান করবেন, এই জল্পনা আরও জোরাল হল তাঁর এই পদক্ষেপে। সূত্রের খবর, রবিবার অমিত শাহর সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় নাম লেখাবেন গেরুয়া শিবিরে |
জানা গিয়েছে, অমিত শাহের এই সভাতেই সম্ভবত পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া | রয়েছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের নাম | এমনকি লক্ষ্মী রতন শুক্লাও যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে | হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও রয়েছে এই তালিকায় |