প্রসেনজিৎ ধর, হুগলি :- রাজীব ব্যানার্জীর পদত্যাগের দিনেই পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর | তাঁর পরিবর্তে এই দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা | নতুন কমিশনার আগামীকাল সকাল ১০ টার মধ্যে নিজের দায়িত্ব বুঝে নেবেন | আচমকাই কেন পদত্যাগ করলেন হুমায়ুন কবীর সেটা এখনো জানা যায়নি |
তিনি রাজনীতিতে আসছেন কি না, আগামী বিধানসভা নির্বাচনে তিনি কোনও দলের হয়ে ভোটের ময়দানে লড়ছেন কি না সেটা এখনো স্পষ্ট নয় | উল্লেখ্য, কিছুদিন আগেই শাসক দলে যোগ দিয়েছেন পরিবারের একজন | রাজ্য স্বরাষ্ট্র দফতরে পাঠানো ইস্তফাপত্রে যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন হুমায়ুন কবীর | তাঁর ইস্তফা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা | ২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবির | তিনি যেমন সাহিত্যচর্চায় ছিলেন তেমনই আবার দুষ্কৃতী দমনেও |
মুর্শিদাবাদের পুলিস সুপার থাকার সময়ে একটি ধর্ষণের মামলা নিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন | এমনকি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয় | পরে এই পুলিসকর্তাকে বদলি করা হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর ) পদে | সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে কলকাতা পুলিসে যুগ্ম কমিশনার পদে যোগ দেন তিনি | তারপর চন্দননগরের পুলিস কমিশনার হিসাবে দায়িত্ব নেন |