Breaking News

চিন্তার ভাঁজ গৃহস্থের কপালে!কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরল রান্নার গ্যাসের দাম,তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল | তার ফলে এই প্রথমবার কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরল রান্নার গ্যাস| বর্তমানে একটি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ২৬ টাকা | তবে রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৯ টাকা ৫০ পয়সা | এই ধরনের সিলিন্ডার কিনতে খরচ কমে দাঁড়াল ২ হাজার ৪৪৫ টাকা | উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এই ধরনের সিলিন্ডারের দাম বেড়েছিল ১০০ টাকা| শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম| এর আগে গত ২২ মার্চ ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল এলপিজি সিলিন্ডার |এবার দাম হাজার পেরল | নিত্যপ্রয়োজনীয় জিনিস, ভোজ্য তেল থেকে শুরু থেকে শাক-সবজির মূল্যবৃদ্ধি বেলাগাম | আর নামমাত্র সরকারি ভর্তুকিতে সাশ্রয় সম্ভব নয়| এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ার কারণে মধ্যবিত্তের খরচ আরও বাড়ল| দিনকয়েক আগেই ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বেড়েছিল একধাক্কায় | এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২,৩৫৫ টাকা ৫০ পয়সা | এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৫৫ টাকা | তবে কলকাতায় এই দফায় ৯.৫০ পয়সা কমায় ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২৪৪৫ টাকা, যা ১০০ টাকা বেড়েছিল | নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া | তার উপর ফের গ্যাসের দাম ৫০ টাকা বাড়াতেই অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের | গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণ দেখিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ | পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার | রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘সারা দুনিয়ায় দাম বাড়ছে|

পেট্রোলিয়ামের যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে | অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে | আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে | বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও | আমাদের কিছুটা সহ্য করতে হবে |’
দিলীপ ঘোষের এই মন্তব্যের দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন,

‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিক নেই | কিছুদিন আগে বললেন, সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করে না | আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে | অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু! তাহলে অন্য দেশে দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়েছিল কেন? উত্তর নেই ওঁদের কাছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *