Breaking News

মন্ত্রিত্ব,বিধায়ক পদের পর এবার তৃণমূল ত্যাগ করলেন রাজীব বন্দোপাধ্যায়,পদত্যাগপত্র পাঠালেন মমতাকে

নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের সঙ্গে শেষ সুতোটাও ছিন্ন করলেন রাজীব বন্দোপাধ্যায় | বিধায়ক পদ থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | ইতিমধ্যেই কালীঘাটে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে গিয়েছেন তিনি | তার একটি কপি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে।

ইস্তফাপত্রে দলনেত্রীকে লেখা ‘শেষ চিঠি’ ফেসবুকে পোস্ট করে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, “বন্ধু ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম | আমার কর্মসময়ের মধ্যে এমন অনেক মহান নেতার সান্নিধ্য পেয়েছি, যাঁরা আমার কাজের অনুপ্রেরণা | আমি আমার সমস্ত প্রাক্তন সতীর্থদের ভবিষ্যৎ নিয়ে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি | বাংলার উন্নতিকল্পে দলনেত্রী আমাকে যে যে সুযোগ দিয়েছেন তার জন্য তাঁর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব “|এ দিন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,”নাটকবাজি করছেন রাজীব বন্দ্যোপাধ্যায় | এগুলো হাস্যকর নাটকবাজি | এগুলো মানুষ বোঝে | আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, ট্রেন চলতে শুরু করেছে, যারা ওঠার উঠুন। নামতে চাইলে নেমে যান”| রবিবার অমিত শাহের সভায় রাজীব যে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তাতে আর কোনও সন্দেহ নেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *