Breaking News

কৃষি বিল প্রত্যাহারের দাবীতে ট্রাক্টর মিছিল তৃণমূলের, গোপীবল্লভপুরে এই সভায় অংশ নিল ২০০ টি ট্রাক্টর

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- শুক্রবার গোপীবল্লভপুরে কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভরত কৃষকদের সমর্থনে ১০৪ টি বুথের ১০৪ টি ট্রাক্টর নিয়ে ৫০ কিলোমিটার পথ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ছাতিনাশোল থেকে ট্রাক্টর মিছিল শুরু হয়ে গোপীবল্লভপুর বাজার হয়ে ওড়িশা ও ঝাড়খন্ড বর্ডারের হাতিবাড়ি পর্যন্ত সভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের কৃষি বিল বিরোধী ট্রাক্টর মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, গৌতম বারিক তৃণমূল কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। প্রায় সাত হাজার লোক এই ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করে। সাতমা, আমর্দা, শাষড়া, সারিয়া, গোপিবল্লভপুর থেকে ১০৪ টি বুথ থেকে ২০০ টি ট্রাক্টর মিছিলে যোগ দেয়। মিছিল থেকে শ্লোগান উঠে বিজেপি হাটাও দেশ বাঁচাও, কৃষি বিল বাতিল করো।

মিছিলে যোগ দিয়ে গোপীবল্লভপুরের কৃষক নভেন্দু পৈড়া ও সুজিত দন্ডপাটরা বলেন, “নতুন কৃষি বিলে সরকার ভর্তুকি তুলে দিয়েছে এবং এই বিলের দরুন আমাদের নিজস্বতা হারিয়ে যাবে এই বিল অবিলম্বে বাতিল করা হোক।” ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু কৃষক বিরোধী বিলের প্রত্যাহারের দাবীতে বলেন, “যে বিল বিজেপি সরকার পার্লামেন্টে নিয়ে আসছে এটা পুরোটাই কৃষক বিরোধী। যারা কৃষির সঙ্গে যুক্ত সেই কৃষক ভাইরা এই বিল থেকে তাদেরকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। কৃষকের যে নূন্যতম পাওনা সেই পাওনা থেকেও বঞ্চিত হবে। তাই আমরা এত বড় যে কৃষক বিরোধী কেন্দ্র সরকার যে বিল নিয়ে এসছে সেই প্রত্যাহারের দাবীতে এই মিছিল করি। ২০০-২৫০ টি ট্রাক্টর ছিল এই মিছিলে। কৃষকরা এই প্রতিবাদ মিছিল সাড়া দিয়েছেন। কারণ ওনারা বুঝতে পেরেছেন যে গোপীবল্লভপুরের মাটি বিপ্লবের মাটি। এখানকার কৃষক সমাজ তাদের নিজেদের উদ্যোগে যাদের ট্রাক্টর ছিল তার নিয়ে এসেছে মিছিলে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *