প্রসেনজিৎ ধর :- অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে| কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) | কয়লা–কাণ্ডে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ইডিকে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত | এখানে অভিষেকের ইচ্ছাই প্রাধান্য পেল | প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের কাছে অভিষেক-রুজিরা আবেদন জানিয়েছিলেন যে তাঁদেরকে দিল্লিতে সমন না পাঠিয়ে কলকাতায় ডাকা হোক | কিন্তু তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট | বরং ইডি-র দাবি যে তাদের এক্তিয়ার রয়েছে অভিষেক-রুজিরাকে দিল্লি তলবের, তার উপর ভিত্তি করেই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট | এদিন সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট | আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডি’র আইনজীবীকে নির্দেশ দেয়, কয়লা কাণ্ডে আর্থিক বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করতে পারবে, দিল্লিতে নয় | সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনও বাধা এবং নাক গলানো বরদাস্ত করা হবে না | ২৪ ঘন্টার নোটিশ দিয়ে ডাকতে হবে | কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্যসচিবকে আগাম জানাতে হবে জিজ্ঞাসাবাদের বিষয়ে। তাঁরা নিরাপত্তার ব্যবস্থা করবে | এই জেরা পর্বে বাধা পেলে ইডি সরাসরি বেঞ্চকে জানাতে পারবে |