সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর :- পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর জনসভার পরে বিজেপি কর্মী-সমর্থকদের হামলা ও মন্ডল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগে এবার পথে নামল বিজেপি| তারই প্রতিবাদে শুক্রবার পূর্ব মেদিনীপুরের দ্বারিমারা বাস স্ট্যান্ডে থেকে ভগবানপুর পর্যন্ত কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল করল বিজেপির কর্মী-সমর্থকরা | এইদিনের মিছিলে পা মেলান কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক | এই মিছিলে বিজেপি মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো |এই দিনের মিছিলে নেতৃত্বে ছিলেন ভগবানপুর-১ ব্লকের পশ্চিম মন্ডলের সভাপতি স্বপন কুমার প্রধান, ভগবানপুর-১ পূর্ব মন্ডলের সভাপতি রমেশ মাইতি, জেলা কমিটির সদস্য ও আইনজীবী প্রশান্ত পান্ডা, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সরস্বতী সিংহ প্রমুখরা | এইদিন মিছিল শেষে ভগবানপুর থানায় গণ ডেপুটেশন জমা দেন তারা | এই দিন তাঁদের মিছিল শেষে কাঁথি সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা বিজেপি নেতা কনিষ্ক পান্ডার অভিযোগ করে বলেন, যেভাবে রাজ্য জুড়ে হিংসার সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস তাতে আগামী দিনে তার যোগ্য জবাব সাধারণ মানুষ দেবে
বলে মনে করেন তিনি |
Hindustan TV Bangla Bengali News Portal