Breaking News

শুক্রবার পর্যন্ত এসএসসি দফতরে থাকবে সিআরপিএফ, নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর :- এসএসসি ভবনের ডেটা রুমে থাকবে সিআরপিএফ |কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দ্বিতীয় তলের ‘ডাটা রুমে’ | মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বাহিনী, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার এসএসসি অফিসে অভিযানে যায় সিবিআই প্রতিনিধি দল | বৃহস্পতিবার এসএসসি দফতরের ডেটাবেস রুমে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | তাঁরা এসএসসির ডেটাবেস রুমে গিয়ে ওই রুম সিল করে দেন | এদিনই আদালত নির্দেশ দেয়, সিবিআই স্কুল সার্ভিস কমিশনের দফতরের ডেটাবেস রুম সিল করে নিজেদের দখলে নিতে পারবে | এসএসসি সচিবের উপস্থিতিতে এদিন সিবিআই ডেটাবেস রুমের দখল নেবে | এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে | কলকাতা হাইকোর্ট এই দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছে | আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | বুধবার সন্ধ্যে ৬টায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত | আদালতের নির্দেশ মেনে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী | বুধবারই হঠাৎ করে ইস্তফা দেন এসএসসি-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার | তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হন শুভ্র চক্রবর্তী | চেয়ারম্যান বদলের পর তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাবে নাতো?এসএসসি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী | নজিরবিহীনভাবে মধ্যরাতেই সেই মামলার শুনানি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে | বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ দেন বিচারপতি | শুধু তাই নয়, দুপুর ১টা পর্যন্ত সল্টলেকে এসএসসি দফতরের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ-কে রাখতে বলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *