দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই| এদিকে, মন্ত্রীর আইনজীবীর দাবি, বৃহস্পতিবারই সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন পরেশ অধিকারী |ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসেছেন মন্ত্রী, তবে সঙ্গে আসেননি মেয়ে অঙ্কিতা | কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল,বিমানবন্দর থেকে সোজা নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে মন্ত্রীকে | প্রসঙ্গত, পরেশ অধিকারী বাম আমলে খাদ্যমন্ত্রী ছিলেন | একসময় মেখলিগঞ্জের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন | তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় তাঁর মেয়ে এসএসসিতে চাকরি পেয়ে গিয়েছেন | তবে এক কর্মপ্রার্থী অভিযোগ তুলেছিলেন অবৈধভাবে মেধাতালিকাতে নাম না থাকা সত্ত্বেও পরেশের মেয়ে চাকরি আদায় করে নিয়েছেন | সেই মামলাতেই পরেশ অধিকারীকে সিবিআই জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | তবে এদিন ডেড লাইন পেরিয়ে যাওয়ার পরেও তিনি সিবিআইয়ের মুখোমুখি হননি বলে অভিযোগ| আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে সিবিআইয়ের থেকে কিছুটা সময় চেয়ে নেন মন্ত্রী | কলকাতা হাইকোর্টের আইনজীবী জানান, বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতায় পৌঁছবেন তিনি | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রীর আইনজীবীকে প্রশ্ন করেন, বর্ধমান নাকি বাগডোগরা থেকে কলকাতায় আসবেন পরেশ অধিকারী? আইনজীবী জানান, আপাতত কোচবিহারেই রয়েছেন মন্ত্রী | বাগডোগরা বিমানবন্দর থেকে বিকেল পাঁচটার এসজি ৩২৩০ বিমানে উঠবেন| এরপর বিচারপতি নির্দেশ দেন, বিমানবন্দর থেকে সোজা নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে মন্ত্রীকে | বিধাননগরের সিপিকে বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ বিচারপতির |