Breaking News

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়| আগামীকাল তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন | সূত্রের খবর সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে কাল | সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে এই মামলা দায়েরের বিষয়টি জানা গিয়েছে | সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৩টে বেজে ৪১ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় | পার্থ চট্টোপাধ্যায়ের এই আবেদন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে ||উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় | সেই মামলা থেকে সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি | বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে অব্যাহতি নেন | এরপর জানা যায় শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি | কিন্তু তার মাঝেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী | এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দময় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ | ওইদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে | একইসঙ্গে এসএসসি নিয়োগ সংক্রান্ত ৭টি মামলা ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ | পাশাপাশি সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ | সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে | এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত| ডিভিশন বেঞ্চ মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেওয়ার পর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হতে হবে | যদিও এর পর আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী | কিন্তু সেই মামলা নিয়ম মেনে না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করেন বিচারপতি | এরপর আবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন পার্থ চট্টোপাধ্যায় | এরপর সেই মামলা থেকে অব্যাহতি নেন দুই বিচারপতি | তার পর সেই মামলার শুনানির কথা রয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুক্রবার| কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *