দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই তলব | রাজ্যের মন্ত্রীকে আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে | এরপর সশরীরে পার্থ চট্টোপাধ্যায়কে গিয়ে নোটিস দিয়ে আসবেন সিবিআই-এর আইনজীবীরা বলে সূত্রের খবর | সিবিআই সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে | তাই তাঁকে ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে | বুধবার সন্ধ্যে ৬টায় নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় | তারপরেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ | প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস ছাড়েন পার্থ | কিন্তু তাঁর দেওয়া তথ্য মিলছে না | পার্থ চট্টোপাধ্যায়কে যে প্রশ্নগুলি করা হয়েছিল বুধবার, সেগুলির মোটামুটি উত্তর দিতে পেরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী | যদিও এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি | তাই সেই সব প্রশ্ন নিয়ে আবারও ডাকা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে | এর প্রতিবাদে শুক্রবার বেহালায় পথে নামছে তৃণমূল কংগ্রেস | বিকেল ৪টে নাগাদ সেখানে একটি মিছিল হবে। আর আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে পার্থবাবুকে যেতে হবে নিজাম প্যালেসে বলে সূত্রের খবর | এই পরিস্থিতিতে এসএসসি কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ | তাই সুপ্রিম কোর্টে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় | সেই মামলারও শুনানি হতে পারে শুক্রবার | তার মধ্যেই ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে বসল সিবিআই | তবে সিবিআইকে কোনও আর্থিক দুর্নীতির বিষয়ে তিনি জানতেন না বলে জানিয়েছেন|