নিজস্ব সংবাদদাতা :- ইতিমধ্যেই প্রস্তুত বাংলার ভোট ময়দান, ভোট প্রস্তুতির মাঝেই প্রতিনিয়তই একে অপরকে দুষছে প্রতিপক্ষ দল। আর এবার ভোটের আগেই ভাইপোকে ফের একহাত নিলেন শুভেন্দু অধিকারী। দুদিন আগেই শুভেন্দুকে আইনি নোটিস দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই একই ঘটনার পুনরবৃত্তি ঘটল অভিষেকের ক্ষেত্রে। এবার কুরুচিকর মন্তব্যের কারণে অভিষেককে নোটিস দিল সদ্য বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত,কুলতলির সভায় শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেছিলেন, তোলাবাজ প্রমাণ করতে পারলে মৃত্যু বরণ করবেন। আর এই মন্তব্যের পরেই ক্ষুব্ধ হয়ে আইনি নোটিসের পথ বেছে নেন শুভেন্দু অধিকারী। ভোট পর্বের আগেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার পরিস্থিতি। প্রতিদিনই দফায় দফায় চলা মিটিং থেকে এক দল আরেক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর তারমাঝেই কখনো শুভেন্দু তো কখনো অভিষেককে একহাত নিচ্ছে দুই পক্ষই।
Hindustan TV Bangla Bengali News Portal