দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বদল হলেন রাজ্যের শিক্ষা কমিশনার| নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত | এই আধিকারিক স্পেশ্যাল কমিশনার বিশেষ পদ মর্যাদার সচিব, এই নির্দেশিকাই জারি করেছে নবান্ন | নির্দেশ জারি করা হয়েছে সরকার কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে | অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে | এসএসসি দুর্নীতি নিয়ে ক্রমশ চাপ বাড়ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর | এই আবহে স্কুল শিক্ষা কমিশনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার | শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়, স্কুল শিক্ষা কমিশনারের দায়িত্বে আসছেন অরূপ সেনগুপ্ত | এর আগে শিক্ষা দফতরের অধীনে উচ্চশিক্ষা বিভাগের বিশেষ বিশেষ কমিশনার পদে ছিলেন অরূপবাবু | সচিব পদমর্যাদায়ের পদে থাকা অরূপবাবুকে স্কুল শিক্ষা কমিশনারের দায়িত্বে বসানোর সিদ্ধান্ত অনেকেরই নজর কেড়েছে | উল্লেখ্য, অরূপবাবুকে স্কুল শিক্ষা কমিশনারের দায়িত্বে বসানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর | খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা এই মন্ত্রকের কাজ সামলান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা | এই পরিস্থিতিতে অরূপবাবুকে কমিশনার করার সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, স্কুল শিক্ষা দফতরের উপর কড়া নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট | নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের | ইতিমধ্যেই তাঁকে তলব করেছে সিবিআই | নিজাম প্যালেসে গিয়ে সিবিআই জেরার মুখোমুখিও হন তিনি| আগামী সপ্তাহেও তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মন্ত্রীর রক্ষাকবচের আবেদনও খারিজ হয়ে যায় |