দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বর্ষার সময় মাটি দুর্বল, তাই কাজ করা সম্ভব নয় | সেই কারণে আপাতত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ | শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানালেন কেএমআরসিএলের | মধ্য কলকাতার বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য দুর্গা পিতুরি লেনে যে বিপর্যয় নেমে এসেছে তার জেরে এবার চলতি বছরের বর্ষা শেষ না হওয়া পর্যন্ত মেট্রোর কাজ বন্ধ রাখার সুপারিশ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা | ২০১৯ সালে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য প্রথমবার বিপর্যয় নেমে এসেছিল দুর্গাপিতুরি লেনে | সেই সময় কমপক্ষে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় | এর মধ্যে গোটা দশেক বাড়ি সবার চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল | পাশাপাশি আরও গোটা ১০-১২ বাড়ি ভেঙে দিতে হয়েছিল | এবারেও সেই একই ছবি ফিরে এসেছে মেট্রোর কাজের জন্য | এবারেও মোট ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে যাদের মধ্যে আগেকার বেশ কিছু বাড়িও রয়েছে | এবারে গোটা এলাকা খতিয়ে দেখে কলকাতা পুরনিগমের কাছে এক রিপোর্ট পেশ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা | সেই রিপোর্টেই তাঁরা বর্ষা বিদায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সুপারিশ করেছেন | সূত্রের খবর, কলকাতা পুরসভাকে সার্ভে রিপোর্ট জমা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় | তাতেই উল্লেখ করা হয়েছে, বউবাজারের যে অংশে সুড়ঙ্গ তৈরি হয়েছে সেটির মাটি অত্যন্ত দুর্বল| বউবাজারের অবস্থা অত্যন্ত ভয়ানক | বউবাজারের ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠের অবস্থা কেমন, সে সম্পর্কিত একটি চিত্র কলকাতা পুরসভার হাতে তুলে দেন বিশেষজ্ঞরা | কলকাতা পুরসভার কাছ থেকে ওই এলাকার মানচিত্রও চাওয়া হল |