প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল হল | শনিবার লণ্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর| তাঁর সঙ্গে সফরে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনেরও | লণ্ডনে একটি শিক্ষা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের| সূত্র মারফত জানা গিয়েছে, লণ্ডনে ব্রিটিশ সরকারের উদ্যোগে শিক্ষা সংক্রান্ত একটি সম্মেলন আয়োজিত হতে চলেছে | সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর | তাঁর সঙ্গে ওই সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের | আগামী ২৩ এবং ২৪ মে লণ্ডনে ওই সম্মেলন আয়োজিত হচ্ছে | সেখানে শিক্ষা খাতে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল | সেই সভায় যোগদানের উদ্দেশে প্রস্তুতিও ছিল শিক্ষা দফতরে | কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের অস্বস্তির জেরে এই সফর বাতিল করা হয়েছে | শিক্ষাক্ষেত্রে আদানপ্রদানের পরিসর প্রশস্ত করতে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনা করতে বিলেত যাওয়ার কথা ছিল ব্রাত্যবাবু | বেশ কয়েকটি মউ সাক্ষর করার কথা ছিল তাঁদের | প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রাজ্য সরকারের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট| সেই সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সরকার শিক্ষা ক্ষেত্রেও আরও বিনিয়োগ প্রত্যাশা করে | ওই সম্মেলন থেকে ব্রাত্য বসু দাবি করেন, স্কুলে ১৫ হাজার কোটি এবং উচ্চশিক্ষায় ১০ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে | রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আরও বিনিয়োগ করার আবেদন জানান ব্রাত্য | এরপর মে মাসে তাঁর লণ্ডনে ব্রিটিশ সরকার আয়োজিত ওই সম্মেলনে যাওয়ার কথা ছিল |