Breaking News

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!৩১ মে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে ১ জুন যাবেন বাঁকুড়া জেলায়

দেবরীনা মণ্ডল সাহা :- ঘোষিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সূচি | আগামী ৩১ মে পুরুলিয়া জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তারপর ১ জুন বাঁকুড়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর | তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ মে সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে | তবে প্রশাসনিক বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে | পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর কর্মিসভার দিনক্ষণ চূড়ান্ত হতেই ব্যস্ততা শুরু পুরুলিয়া জেলা তৃণমূলে | শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূলকে দিনক্ষণ জানানোর পরেই জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়ায় ব্যাটারি গ্রাউন্ড পরিদর্শন করেন | শনিবার আরও কয়েকটি মাঠ পরিদর্শনের পরেই কর্মিসভার স্থল চূড়ান্ত করা হবে | ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে দুই জেলার জেলা প্রশাসন | দু’দিনের এই জেলা সফরে প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী | ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূল নেত্রী পুরুলিয়ায় পা রাখবেন | কর্মিসভাকে ঘিরে সোশ্যাল সাইটে প্রচার শুরু করে দিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল | পুরুলিয়া থেকে মমতা যাবেন বাঁকুড়ায়| এখনও পর্যন্ত জানা গিয়েছে, ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছবেন | ১ জুন কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনই জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা | আগামী বছর রয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন| আর সেই দিকে নজর রেখে জেলা সফরে গিয়ে কর্মীসভাও করবেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন নেত্রী | পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *