Breaking News

মাসির বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি!কলকাতার বহুতলে ২১ তলা বারান্দা থেকে পড়ে মৃত্যু বেলুড়ের দশম শ্রেণীর ছাত্রের, তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতায় মাসির বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি | বহুতলে মাসির বাড়ির বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বেলুড়ের এক কিশোরের | শুক্রবার রাতের এই ঘটনায় শোকস্তব্ধ লিলুয়ার পরিবার | কিন্তু কীভাবে সেখান থেকে কিশোর পড়ে গেল তা নিয়ে খোঁজ করছে পুলিস | কিশোরের নাম আনন্দ উপাধ্যায়, লিলুয়ার ডন বস্কো স্কুলের দশম শ্রেণির পড়ুয়া | লিলুয়ার ৪৪ নম্বর ওয়ার্ডের অভয় গুহ রোডের বিবেকানন্দ পল্লির বাসিন্দা আনন্দরা দুই ভাই | বড় ভাই আনন্দর বয়স ১৫-১৬ বছর | ছোট ভাইয়ের বয়স পাঁচ-ছয় বছর | এলাকায় ভাল ছাত্র হিসেবই পরিচিত ছিল আনন্দ | আর কয়েক মাস পরেই তার দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা | এর মাঝে গরমের ছুটি পড়তেই শুক্রবার মায়ের সঙ্গে তপসিয়ায় মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল সে | সেখানে সকলের অলক্ষ্যেই বাইরের বারান্দায় চলে যায় ওই কিশোর বলে খবর | এদিন, ওই মাসির বাড়িতে আনন্দ ছাড়াও, হাজির ছিলেন তার অন্যান্য আত্মীয়েরা|পরিবারের তরফে পুলিসকে জানানো হয়েছে, দুপুরে খাওয়াদাওয়ার পর সবার লক্ষ্য পড়ে ঘরে নেই আনন্দ তখনই খোঁজ শুরু হয়ে যায় | শেষপর্যন্ত দেখা যায় বহুতলের নীচে পড়ে রয়েছে আনন্দের দেহ | কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে তোপসিয়ার ওই ২১তলার বারান্দা থেকে নীচে পড়ে গেল আনন্দ | এই ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা | আনন্দের বাবা লোহার ব্যবসায়ী। পরিবারের তরফে জানানো হয়েছে, বছর দেড়েক আগে ব্রেন টিউমার অপারেশন হয় আনন্দের | ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর | মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিস| মৃতের এক মাসতুতো দাদা জানান, দুবছর ধরে তাঁরা এই আবাসনে রয়েছেন | শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আনন্দ, তাঁর মা এবং ভাই আসে তাদের বাড়িতে | দুপুরে খাওয়া দাওয়া করে, সুইমিংও করতে যায় | এরপর বিকেলের দিকে, আনন্দ এর মা, আনন্দকে বলে বাড়ি যাওয়ার জন্যে | টিউশনি পড়া আছে, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, এই নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয় যায় আনন্দের | মৃত কিশোরের মাসতুতো দাদা, আরও জানান, মাকে ওই কথা বলার পরই রেগেমেগে ওই কিশোর অন্য রুমে চলে যায় |তাঁর মা এবং পরিবারের বাকি সদস্যরা অন্যরুমে ছিলেন | এরপর বিকেল ৫টা ৪০মিনিট নাগাদ, ২১ তলার কমন প্যাসেজ থেকে কিছু একটা পড়ার ভারি আওয়াজ শোনা যায | গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আনন্দ | দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা| পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ | এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে টাংরা থানার পুলিশ।| আবাসন চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ঘেঁটে দেখা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা |লিলুয়ার ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব খামানি জানিয়েছেন, “ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার | তাঁদের পাশে আছি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *