Breaking News

ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্বে কি এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?অর্জুন সিং তৃণমূলে ফিরতেই বড়সড় বদল ব্যারাকপুরের দলীয় সংগঠনে

প্রসেনজিৎ ধর :- ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন | তাই সেখানে বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে| অর্জুন সিং-এর মতো ডাকাবুকো নেতা ছাড়া ব্যারাকপুরের সংগঠন সামলানো সম্ভব নয়| এই সিদ্ধান্তে বিজেপি নেতারা একমত হয়েছে | আর তখনই ঠিক হয় পরিবর্তিত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীই সেই নেতা | তাঁকেই এই দায়িত্ব দেওয়া হয় | আজ, সোমবার নিউটাউনের হোটেলে দলীয় নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর | অর্জুন সিং-এর বদলে এবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বে নিয়ে আসা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে | সোমবারই তড়িঘড়ি বঙ্গ বিজেপি নেতৃত্বে বৈঠকে বসে নিউটাউনের একটি হোটেলে | হাজির ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্য | আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বারাকপুর সাংগঠনিক জেলার হাল এবার কে ধরবেন, কীভাবেই বা সংগঠনের কাজ হবে, এসব | সূত্রের খবর, এই বৈঠকে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নাম | অর্জুনের ফাঁকা পদ পূরণ করার দায়িত্বে বর্তেছে তাঁর উপর| এবার থেকে নেতা হিসেবে বারাকপুর সাংগঠনিক জেলার কাজকর্ম দেখভাল করবেন বিরোধী দলনেতা | শোনা গিয়েছে, বঙ্গ বিজেপির এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বও | তাঁরা চূড়ান্ত সিলমোহর দিলে তবেই শুভেন্দু দায়িত্ব নিতে পারেন | বিজেপি সূত্রে খবর, এখন তড়িঘড়ি এখানের দায়িত্ব সামলাতে শুভেন্দুকে এগিয়ে নিয়ে আসা হল | তাছাড়া তৃণমূল কংগ্রেসে থাকাকালীন উত্তর ২৪ পরগণা তিনি দেখেছিলেন | তাই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে টাইট দিতে এই পদক্ষেপ করা হয়েছে | বিজেপি সূত্রে খবর, আগামী ২৫ মে ব্যারাকপুরে একটি সাংগঠনিক বৈঠক হবে | সেই বৈঠকে শুভেন্দুর নেতৃত্ব দেওয়ার কথা| ওই বৈঠকেই শুভেন্দু বুঝে নেবেন সংগঠনের প্রাথমিক কাজকর্ম | এমনকি ছকে নিতে পারেন আগামীদিনের রোডম্যাপ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *