Breaking News

‘স্বশাসিত হোক কেন্দ্রীয় সংস্থাগুলি, শুধু বেতন দিক কেন্দ্র’,’হিটলারের চেয়েও নিম্নমানের কাজ হচ্ছে!’ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বড় দাবি মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হিটলারের প্রসঙ্গ তুলে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে সরব হলেন তিনি | সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় | ইতিপূর্বে একাধিকবার এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ এনেছেন তিনি | কিন্তু এই প্রথমবার সিবিআই-ইডিকে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত করার পক্ষে সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী | এ প্রসঙ্গে বলতে গিয়ে, বিরোধীশাসিত রাজ্যগুলির রাজনৈতিক নেতাদের সিবিআই-ইডি কীভাবে হেনস্তা করছে, তাও উল্লেখ করেছেন মমতা| মমতার কথায়, “সব ব্যাপারে এজেন্সিকে ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে | বলছি না সব এজেন্সি খারাপ | ওরা সঠিকভাবে কাজ করতে পারছে না | কারণ দুজনের হাতে অটোনমি রয়েছে |” নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা | কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে মমতার কটাক্ষ, “এই সরকার বিরোধীদের অপদস্থ করছে | যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলছে | এরকম নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যালিন, মুসোলিনি, হিটলারও করেননি |” তাঁর মতে, “দেশে যা চলছে মেনে নেওয়া যাচ্ছে না | ক্ষমতায় এসে এভাবে প্রতিহিংসা চরিতার্থ করা উচিৎ নয় |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *