Breaking News

সপ্তাহের প্রথম দিনেই উল্টোডাঙা থেকে বিভিন্ন রুটের অটো বন্ধ থাকায় সপ্তাহের শুরুতে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ | প্রতিবাদে উল্টোডাঙা থেকে একসঙ্গে সাত সাতটি অটোরুট বন্ধ করে দেওয়া হল | নিত্যযাত্রীরা গন্তব্যে পৌঁছতে খরচ করতে হচ্ছে বাড়তি টাকা | এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে, যার জেরে সপ্তাহের শুরুর দিনেই প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা | এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।সোমবার, সপ্তাহের প্রথমদিনেই রুট সমস্যার জেরে দিনের ব্যস্ত সময়ে বিধাননগরে প্রায় ৮২২টি অটো বন্ধ থাকে | শেষে সমস্যা সমাধানে হস্তক্ষেপ করে বিধাননগর ট্রাফিক পুলিস, বৈঠকে বসে অটো ইউনিয়ন | সকাল ৯টা থেকে বন্ধ ছিল অটো | বৈঠকের পর প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর চালু হয় অটো| অটো ইউনিয়ন সূত্রে খবর, উল্টোডাঙা থেকে শোভাবাজার, জোড়াবাগান, বাগুইআটি, সল্টলেক, করুণাময়ী, সেক্টর ফাইভ–সহ একাধিক রুটের অটো বন্ধ রাখা হয় | অটো বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন পুলিসকেই | তাঁদের অভিযোগ, পুলিস অটো রুট ঘুরিয়ে দিচ্ছে | যার ফলে তাঁদের যাত্রী তুলতে সমস্যা হচ্ছে | গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে |কিন্তু অটো রুটের ভাড়া বৃদ্ধি নতুন করে হয়নি | এদিকে রুট ঘুরিয়ে দেওয়ায় তাঁদের লোকসান হচ্ছে | তাই সমস্যার আশু সমাধানের দাবিতে সরব হন তাঁরা | শেষে বিধাননগর ট্রাফিক পুলিসের সাথে অটো ইউনিয়নের বৈঠকে সমস্যা মেটে | অটো চালকদের দাবি মেনে নেয় পুলিস | তারপরই প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় অটো | বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৭ দিন ১৫ নম্বর বাস স্ট্যান্ডের পরের স্টপেজ থেকে অটো ঘোরাতে পারবেন অটো চালকরা | ৭ দিন যদি দেখা যায়, যানজটের সমস্যা মিটেছে, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিস | অটো চালকদের বক্তব্য, ‘‌পুলিশ জুলুমবাজি করছে | ফলে অটোচালকরা সমস্যায় পড়ে যাচ্ছেন | একটা কোনও রুটে সমস্যা হলে তা সবার উপর শাস্তি নেমে আসছে | অটো ঘুরিয়ে দেওয়ায় খরচ বেড়ে যাচ্ছে | কোনও কথা পুলিশ শুনতে চায় না | আমাদের মানুষ বলে মনে করে না | সমস্যার কথা বলতে গেলে কেস দিয়ে দিচ্ছে | এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অটো চালানো সম্ভব নয়|’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *