Breaking News

বড়সড় সাফল্য শ্রীরামপুর থানার পুলিশের!শ্রীরামপুরে মুন্ডুহীন দেহ শনাক্তের ঘটনায় হিন্দমোটরের শর্মিষ্ঠা,ভাস্কর,পূজা সহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা,হুগলি:- শ্রীরামপুরে মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারের ২১ দিন পর খুনের কিনারা করল শ্রীরামপুর থানার পুলিশ l মৃত যুবকের নাম শুভ্রজ্যোতি বসু | এই ঘটনায় পুলিশ মৃতের স্ত্রী সহ ৩ জনকে গ্রেফতার করেছে | পুলিশের নজরে বৈদ্যবাটির এক যুবক আছেন |এদিকে এই ঘটনায় গ্রেফতার শর্মিষ্ঠা ভাস্করের মা বলেন আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।তাকে ফাঁসানো হচ্ছে | তাকে ফাঁসাচ্ছে পূজা | এদিকে শর্মিষ্ঠার বাবা বলেন আমি জানতাম আমার মেয়ে ও তার বন্ধুরা একটি শপিং মলে কাজ করে | কিন্তু ওরা কি কাজ করতো আমাদের কখনো বলে নি | মাঝে মধ্যে গভীর রাতে বাড়ি ফিরতো আবার কখনো দু দিন কিংবা তিন দিন পর বাড়ি ফিরতো | তিনি আরো বলেন আমার একটি মেয়ে শর্মিষ্ঠা আর দুজন আমার মেয়ে না কিন্তু ওরা আমাদের বাড়িতেই থাকতো | পূজার আসল বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায় | রিঙ্কি ব্যানার্জি কোথায় আসল বাড়ি আমরা জানি না কিন্তু রিঙ্কির একটি ছেলে আছে | আমরাই দেখভাল করি |শুভ্রজ্যোতি মার্চ মাসে বিয়ে হয় উত্তরপাড়ার বাসিন্দা পূজা চ্যাটার্জির সাথে,কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পর পূজা ফিরে আসে উত্তরপাড়ায় |
গত পয়লা মে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় শুভজ্যোতি | অভিযোগ পূজার পাশাপাশি তার বান্ধবী শর্মিষ্ঠার সাথে শুভজ্যোতির সম্পর্ক তৈরি হয় সেই কারণে শর্মিষ্ঠার স্বামী সুবীর অধিকারী শুভ্রজ্যোতিকে কোন্নগর এলাকার গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে ফেলে দেয় গঙ্গার ধারে,বাকি দেহ সাইকেল ভ্যানে করে নিয়ে গিয়ে শ্রীরামপুর রাজ্যধরপুর এলাকার দিল্লি রোডের ধারে ফেলে দেয় | চন্দনগর পুলিশ কমিশনের ডিসিপি অরবিন্দ আনন্দ জানান | মূলত তার স্ত্রীর প্রতি শুভ্রজ্যোতির খারাপ ইঙ্গিতের কারণেই এই খুনের ঘটনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *