নিজস্ব সংবাদদাতা :-ফের ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষি হল তিলোত্তমা, গতকাল মধ্যরাতে দমদম ক্যান্টনমেন্টের স্টেশন লাগোয়া একটি অস্থায়ী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। আগুন লাগার খুব কম সময়ের মধ্যেই তা বাজারে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর পেয়েই এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯ টি ইঞ্জিন।
বহু চেষ্টা করে প্রায় আড়াই ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কেমন করে আগুন লাগল সেই ঘটনা এখনো প্রকাশ্যে আসেনি যদিও কিন্তু আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। ইতিমধ্যেই এই আগুন লাগার ঘটনায় এখনো উত্তপ্ত হয়ে রয়েছে ওই বাজার এলাকা। সকাল হওয়ার পরেও ওই এলাকায় যানজট রয়েছে। প্রসঙ্গত, বেশ কিছু দিন আগেই ভয়াবহ আগুন লেগেছিল বাগবাজার বস্তিতে। তার কয়েক দিন যেতে না যেতেই আবারো আগুন লাগার ঘটনায় অবাক একাধিক কলকাতাবাসি।