Breaking News

মেট্রোর কাজের জন্যই ফাটল, বউবাজার নিয়ে রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের,বাড়ল উদ্বেগ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মধ্য কলকাতার বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গে কাজ চলাকালীন সময়ে ফের নতুন করে ফাটল দেখা দেওয়ার ঘটনায় মেট্রোর কাজকেই কাঠগড়ায় তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা | মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা এই মর্মে কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন | সেখানে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, মেট্রোর কাজের জন্যই দুর্গা পিতুরি লেনের ১৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে | মেট্রোর কাজের জন্যই ওই এলাকায় ৪০ মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে | আর তার জেরেই একাধিক বাড়িতে এই বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে | ১৮টি বাড়ির মধ্যে ৯টি বাড়ির অবস্থা রীতিমত বিপদজনক | মেট্রোর কাজের জন্য মজবুত নির্মাণ থাকা সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ফাটল দেখা দিয়েছে | রাস্তাতেও ফাটল নজরে আসছে | এ ব্যাপারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটা বিল্ডিং ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে | কেএমআরসিএলকে আবার আমরা ডাকব | এই বিল্ডিংগুলির ব্যাপারে কী করণীয় সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলব | তবে বিশেষজ্ঞদের দাবি, বাড়ি পুরোটা ভেঙে ফেলতে হবে , নাকি আংশিক ভেঙে ফেলতে হবে পুরোটাই নির্ভর করছে সেই বাড়িতে ফাটল কতটা রয়েছে তার উপর | এদিকে স্থানীয় সূত্রে খবর, দুটি বিষয় ভাবাচ্ছে বাসিন্দাদের | একটি হল পুরানো বাড়িগুলি যেগুলি অতটা বিপজ্জনক নয় বলে বলা হচ্ছে সেগুলি কি আদৌ বসবাসের উপযোগী থাকবে |বছর কয়েকের মধ্যে যদি আবার পরিস্থিতি বিগড়ে যায়? অন্য়দিকে ৪০ মিলিমিটার বসে গিয়েছে বলা হয়েছে | আর কি আরও বসবে এলাকা? পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস জানিয়েছেন, ‘শুধু পুরনো বাড়িই নয়, নতুন বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে| বিপজ্জনক অবস্থা একাধিক বাড়ির | অবিলম্বে বাসিন্দাদের সরানো উচিত |’ যদিও বিপদ বুঝেও বাড়ি ছাড়তে নারাজ বাসিন্দাদের একাংশ | তাঁদের দাবি, কোনও রকমে মাথাগোঁজার ব্যবস্থা নয়, মেট্রো কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত সুস্থ ভাবে বাঁচার ব্যবস্থা না করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরোবেন না তাঁরা | এলাকার কাউন্সিলর বিশ্রূপ দে-ও মেট্রো কর্তৃপক্ষকে পুনর্বাসনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার কথা বলেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *