Breaking News

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে পঞ্চম অর্থ কমিশন গঠন রাজ্যের!পুরসভা-পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা যাচাই করবে অর্থ কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার | অর্থ দফতরের সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই অর্থ কমিশনের নেতৃত্বে থাকবেন | অভিরূপবাবু ছাড়াও এই কমিশনে রয়েছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আমলা- বর্ণালী বিশ্বাস, স্বপন কুমার পাল ও আশিষ কুমার চক্রবর্তী | পাশাপাশি কমিশনে রয়েছেন রুমা মুখোপাধ্যায় | উল্লেখ্য, অর্থ কমিশন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করে থাকে| পাশাপাশি বিভিন্ন খাতে রাজ্য সরকারের আয়ের কত অংশ পাবে পুরসভা বা পঞ্চায়েত, তা দেখভাল করার দায়িত্বও বর্তায় অর্থ কমিশনের উপর| শুধু রাজ্য সরকারের প্রদেয় অর্থ নয়, পঞ্চায়েত-পুরসভা কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে, তার রূপরেখাও তৈরি করে দেয় অর্থ কমিশন | অর্থদফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি বলছে, ২০২০ সালের এপ্রিল থেকে পুরসভা-পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা করবে পঞ্চম অর্থ কমিশন |আগামী ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে তাদের | তবে ২০২৩ সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকছে কমিশনের | উল্লেখ্য, ২০১৩ সালে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার | তার নেতৃত্বে ছিলেন অভিরূপ সরকার| তারা ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে রিপোর্ট দিয়েছিল | এদিকে ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হলেও বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, কমিশনের কার্যকালের মেয়াদ ২০২৩ সালের মার্চ পর্যন্ত | এই সময়ের মধ্যে ২০২০ সালের এপ্রিল থেকে আগামী পাঁচ বছরের মধ্যে পুরসভা ও পঞ্চায়েতের পরিস্থিতির ওপর রিপোর্ট পেশ করবে এই কমিশন | পুরসভা ও পঞ্চায়েতের কাজের পর্যালোচনা করে রাজ্য সরকারের বিভিন্ন খাতে কী হারে, কত টাকা দেওয়া হবে, সেই সংক্রান্ত সুপারিশ করবে এই কমিশন | পুরসভা ও পঞ্চায়েতগুলি কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে, সে ব্যাপারেও সুপারিশ করবে অর্থ কমিশন | মনে করা হচ্ছে পুরসভা ও পঞ্চায়েতগুলিতে দুর্নীতি রুখতে বড় ভূমিকা নিতে পারে অর্থ কমিশন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *