দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআই- এর দফতরে ফের হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের | এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | সেই তলবেই বুধবার সকালে দ্বিতীয় নিজাম প্যালেসে হাজিরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর | আজ তিনি ১০টা ৪৫ মিনিট নাগাদই সিবিআই দফতরে পৌঁছে যান| যদিও তাঁর হাজিরার সময় ছিল সকাল ১১টা | এর আগে আজকে সকাল ৯টা নাগাদ পার্থবাবুর বাড়িতে পৌঁছেছিলেন বেশ কয়েকজন আইনজীবী | এই আবহে তাঁর হাজিরা ঘইরে কানাঘুষো শোনা যাচ্ছিল | বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, তিনি আজকে নিজাম প্যালেসে নাও যেতে পারেন | তবে শেষ পর্যন্ত সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ নিজের নাকতলার বাড়ি থেকে রওনা দেন পার্থবাবু | ১০টা ৪৫-এ তিনি পৌঁছে যান সিবিআই দফতরে |
সিবিআই সূত্রে খবর, এসএসসি নিয়োগ কমিটির একটি ফাইলে পুরনো ডেট দিয়ে সই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের | গতবারের জিজ্ঞাসাবাদে পার্থ জানিয়েছিলেন, কমিটি তিনি তৈরি করলেও নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল না | তবে কি বাইরে থেকে কেউ এই কমিটি পরিচালনা করত? সেক্ষেত্রে এই সই কীভাবে এল? এই সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হবে | এছাড়াও এসএসসি সংক্রান্ত যে কাগজপত্র সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছেন, সেসবও মিলিয়ে দেখা হবে | অর্থাৎ তদন্তকারী আধিকারিক সত্যেন্দ্র সিংয়ের একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলেই খবর| এসএসসি মামলায় গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে পৌনে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই | তাঁর বক্তব্য রেকর্ডও করা হয় | তবে সেদিন জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি | তাই এক সপ্তাহের মাথায় ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীকে |