দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ওড়িশায় দুর্ঘটনায় বাংলার ৬ জনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী | সেই সঙ্গে জানালেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার নেতৃত্বে রাজ্যের একটি দল এদিনই রওনা দিয়েছে ওড়িশার পথে | তাঁরাই আহতদের গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন | সেই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের দেহও দ্রুত এ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে |প্রসঙ্গত, ওড়িশা বেড়াতে গিয়ে এ রাজ্যের ৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার সুলতানপুর গ্রাম | এই গ্রামেরই ৫জন বাসিন্দা মঙ্গলবার গভীর রাতে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন | মারা গিয়েছেন হুগলি জেলারও এক বাসিন্দা | মৃতদের মধ্যে ৪জনই আবার মহিলা | সেই দুর্ঘটনার জেরে এবার টুইট করে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
এদিন মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘আমাদের প্রশাসন দ্রুত ওড়িশার আধিকারিকদের সঙ্গে সমন্বয় সাধন করছে | মৃতদের দ্রুত ময়নাতদন্ত এবং আহতদের জন্য চিকিৎসা-সহ তাঁদের এরাজ্যে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে | মুখ্যসচিব, বিপর্যয় ম্যানেজমেন্ট এবং বিধায়ক উদয়নারায়নপুরের নের্তৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল ওড়িশায় যাচ্ছে |’ তবে রাজ্য সরকারের উদ্যোগে ৬টি মৃতদেহ গ্রামে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে | এছাড়াও সামান্য আহত ৪০ জনকে ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে | হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ২৩ মে পর্যটকদের নিয়ে একটি বাস ছাড়ে, গন্তব্য ছিল ভাইজ্যাক | মোট ৬০ জন বেড়াতে যাচ্ছিলেন বলেই খবর | মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি | তবে কোনওরকমে চালক বাসটিকে সমতলে নামিয়ে আনেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় অর্থাৎ সমতলে পৌঁছতে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি | দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায় | ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের ৫ জনের | তাঁদের নাম মৌসুমি দেঁড়ে, রিমা দেঁড়ে, সুপ্রিয়া দেঁড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্নার | এছাড়া হুগলির এক বাসিন্দারও মৃত্যু হয়েছে, তাঁর নাম স্বপন গুছাইত | সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন | তাঁরা ভর্তি গঞ্জামের হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে উদয়নারায়ণপুরের বিধায়ক-সহ বিপর্যয় মোকাবিলা দল, একটি উচ্চ পর্যায়ের দল |