প্রসেনজিৎ ধর :- জিটিএ নির্বাচনের সঙ্গেই হতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন,একই সঙ্গে হবে রাজ্যের ৬টি পুরসভায় ৬টি আসনে উপনির্বাচন | বুধবার রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনই জানানো হয়েছে|সেই সঙ্গে ভোট হবে দক্ষিণবঙ্গের দুটি পুরসভার দুটি ফাঁকা আসনেও | আগামী ২৬ জুন জিটিএ নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে বলে আগেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে | এরপর বুধবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছিল রাজ্য নির্বাচন কমিশনারের | ভার্চুয়ালি সেই বৈঠকে নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয় | এরপরই শিলিগুড়ি মহকুমার পরিষদসহ পুরসভাগুলিতে উপনির্বাচন ঘোষণা করে কমিশন| শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনে ভোটগ্রহণ হবে ২৬ জুন | ২২টি গ্রামপঞ্চায়েতের ৪৬২টি আসনে ও ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে ভোটগ্রহণ হবে সেদিন| প্রসঙ্গত , দার্জিলিংয়ের ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ | জেলা পরিষদের মতই ত্রিস্তরীয় গঠন এই মহকুমা পরিষদের | পরিষদ গঠন হওয়ার পর থেকে তা বামেদের দখলেই ছিল | ২০১৫ সালের নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট | তৃণমূল পায় ৩ আসন | ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায় | বর্তমানে তা পরিচালনা হচ্ছে প্রশাসকের মাধ্যমে | কিন্তু এবার সেখানেও ভোট হবে | ২৬ জুন ওই পরিষদের ৯টি আসনে, পরিষদের মধ্যে থাকা ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে এবং ৪টি ব্লকে ছড়িয়ে থাকা মোট ২২টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে এই নির্বাচন হবে | শিলিগুড়ি পুরসভা দখলের পর এবার এই নির্বাচন তৃণমূলের কাছে ফের একটা চ্যালেঞ্জ | রাজ্যের ৬টি পুরসভায় ৬টি আসনে ২৬ জুন উপ-নির্বাচনের ভোটগ্রহণ ঘোষণা করেছে কমিশন | এর মধ্যে ঝালদা পুরসভার ২ নম্বর আসনটি খালি হয়েছে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের জেরে | পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডটি খালি হয়েছে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায় | ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত হয়ে গিয়েছিল সিপিএম প্রার্থীর মৃত্যুতে | এছাড়া দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ২৬ জুন,বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে |