দেবরীনা মণ্ডল সাহা :- কয়লা পাচার কাণ্ডে এবার ক্যানিং পুর্বের বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই | পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর শওকত মোল্লাকে সিবিআই তলব |আগামী শুক্রবার সকাল ১১টার মধ্যে শওকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | শুক্রবার সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে হাজির হতে বলা হয়েছে | একইসঙ্গে বিধায়কের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | শওকত মোল্লার নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের কাছে | সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে নোটিশ পাঠিয়েছে | যাতে বলা হয়েছে আগামী ২৭ মে অর্থাৎ শুক্রবার সকাল ১১ টার মধ্যে বিধায়ককে সিবিআই দফতর নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে হাজিরা দিতে হবে | সঙ্গে আনতে হবে বিধায়কের ব্যক্তিগত নথি,পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে শওকত মোল্লাকে | সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত | নদিয়া জেলায়ও পাচার করা হত কয়লা | যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের| ক্যানিংয়ে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে | তাদের সঙ্গে কথা বলে শওকত মোল্লার নাম উঠে আসে | কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পুর্বের বিধায়কের যোগ রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা |কয়লা পাচার কাণ্ডে এর আগে যাদের জেরা করেছিল সিবিআই তাদের কাছ থেকে শওকত মোল্লার নাম মিলেছে বলে সূত্রের খবর| সেই সূত্রেই তার কোম্পানি জড়িত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সেই তথ্যের সঙ্গে শওকত মোল্লার বক্তব্য মিলিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা |