Breaking News

৮ বছর পর রাজ্যে ফিরছে হিন্দুস্থান মোটরস!হিন্দমোটরে তৈরি হবে ইলেকট্রিক স্কুটার,গাড়ি

প্রসেনজিৎ ধর, হুগলি :-গত কয়েক বছরে হুগলিতে বন্ধ হয়েছে একাধিক কারখানা | ক্রমশ অন্ধকার ঘনিয়েছে শিল্পাঞ্চলে | হিন্দুস্থান মোটরসের ঐতিহ্যবাহী ‘অ্যাম্বাসডর’ ব্র্যান্ড তৈরি হত হিন্দমোটরের কারখানাতে, তবে আধুনিক প্রজন্মের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলাতে পারেনি অ্যাম্বাসেডর গাড়ি | এবার সেই হিন্দমোটরের বিখ্যাত কারখানাতেই বৈদ্যুতিক গাড়ি তৈরি হতে চলেছে| হিন্দুস্থান মোটরস সূত্রে খবর, এজন্য ইতিমধ্যে ‘মউ’ স্বাক্ষর হয়ে গিয়েছে সম্প্রতি | যথাযথ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে | পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আপাতত ২-৩ মাস সময় লাগবে| হিন্দুস্থান মোটর্সের ডিরেক্টর উত্তম বসু বলেন, ‘প্রাথমিকভাবে, প্রকল্পটি দু-চাকার যান দিয়ে শুরু হবে | পরবর্তী পর্যায়ে চার চাকার গাড়িও চালু করা হবে |’একটি যৌথ উদ্যোগের জন্য আলোচনা চলাকালীন, বোস সি কে বিড়লার মালিকানাধীন হিন্দুস্থান মোটরস (এইচএম) এ কোম্পানির অংশীদারিত্বের সম্ভাবনা উড়িয়ে দেননি| যৌথ উদ্যোগের অংশ হিসাবে ইউরোপীয় সংস্থাটি হিন্দুস্থান মোটর্সের অংশীদারিত্বও কিনতে পারে | সেই সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন উত্তমবাবু | উত্তম বসু জানান, বর্তমান আলোচনা অনুযায়ী ৫১:৪৯ অনুপাতে যৌথ উদ্যোগের ভাবনা রয়েছে| যেখানে হিন্দুস্তান মোটর্সের ৫১% শেয়ার থাকবে | তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, ইক্যুইটি প্যাটার্ন নিয়ে আরও আলোচনা হতে পারে | এ বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে | পশ্চিমবঙ্গের হিন্দমোটরের প্ল্যান্টেই উৎপাদন করা হবে |

২০১৪ সালে সেখানে ‘কাজ স্থগিত’ বলে ঘোষণা করা হয়েছিল | তারপর থেকে সেই কারখানা বন্ধই রয়েছে | তবে এখনই অ্যাম্বাসাডর বা অন্য কোনও মোটর গাড়ি নয়, হিন্দুস্থান মোটরসের ডিরেক্টর উত্তম বোসের কথা অনুযায়ী, আপাতত দু’চাকার গাড়ি দিয়েই দেশের অটোমোবাইল বাজারে পা রাখতে চলেছেন তাঁরা | শিল্পমহল সূত্রে খবর, নিজেদের ‘এইচএম’ ব্র‌্যান্ডে বিদ্যুৎচালিত স্কুটার দিয়েই দ্বিতীয় দফায় যাত্রা শুরু করতে চলেছে হিন্দুস্থান মোটরস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *