দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মিশন ২০২৪-কে মাথায় রেখে ছন্নছাড়া রাজ্য বিজেপিকে একসূত্রে বাঁধতে ‘টিম বাংলা’ গঠন করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব | সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মাথায় রাখা হযেছে | আর ছয় হেভিওয়েট মন্ত্রীকে ‘টিম বাংলা’য় যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর | এই ৬ জন মন্ত্রী এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করবেন | বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে মন্ত্রীরা ‘টিম বাংলা’র কাজ শুরু করবেন বলে সূত্রের খবর | বিজেপির শীর্ষ নেতৃত্বের সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে এসে অমিত শাহ একটা ইঙ্গিত দিয়েছিলেন | তারপরই এই টিম বাংলার উদ্যোগ নেয় কেন্দ্রীয় নেতৃত্ব | রাজ্য বিজেপির এখনকার নেতৃত্বের উপর ভরসা রাখতে পারছেন না কেন্দ্রীয় নেতারা | তাছাড়া বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ যে রিপোর্ট দিয়েছেন তাতে সুকান্ত–শুভেন্দুর বিরুদ্ধে নালিশ রয়েছে বলে সূত্রের খবর | উত্তর ও দক্ষিণবঙ্গে আলাদা সভা করার পাশাপাশি রাজ্য নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অমিত শাহ | তার আগে অবশ্য রাজ্য নেতৃত্বের কাছে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেন জে পি নাড্ডা, বিএল সন্তোষরা | রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীরা দিল্লিতে যে রিপোর্ট পাঠান, তা হাতে পেয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় নেতৃত্ব | আবার বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলে সূত্রের খবর | আগামী ৭ ও ৮ জুন নাড্ডা বাংলায় থাকবেন | সেখানেই ৬ জন হেভিওয়েট মন্ত্রীকে এলাকা ভাগ করে দায়িত্ব দিয়ে দেওয়া হবে | আর জানিয়ে দেওয়া হবে বঙ্গ-বিজেপি নেতৃত্বকে যে, এই টিমের মাথায় থাকবেন অমিত শাহ | সূত্রের খবর, শীর্ষে অমিত শাহকে রেখে বাংলা চষে বেড়াবেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, এস পি সিং বাঘেল–সহ কয়েকজন| ‘টিম বাংলার’ সদস্যরা নিয়মিত রাজ্য সফর করবেন | সেইসঙ্গে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত শাহ ও নাড্ডাকে রিপোর্ট দেবেন | এছাড়াও, গত লোকসভা ও বিধানসভা ভোটে যেসব বুথে দল হেরেছিল তারও পর্যালোচনা করা হবে |