Breaking News

হলদিয়ার জনসভায় বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জের!অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জের। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের | সোমবার সকালে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দুই আইনজীবী | শুনানি সোমবার দুপুরেই | গত শনিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সভায় যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | সেই সভা থেকেই তিনি মন্তব্য করেছিলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে | কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে | মার্ডার কেসে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন | কিন্তু মামলায় স্টে অর্ডার দিতে পারেন না!’ তাঁর সেই মন্তব্য নিয়েই সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন ২ আইনজীবী | অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা | সেই আর্জি খতিয়ে দেখে মামলা দাখিল করার পরামর্শ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য | এদিনই দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হওয়ার কথা | এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘‌এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাঁকে আক্রমণ করা নিন্দনীয় | একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন | সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজিরভাবে আক্রমণ করছেন | মুখ্যসচিবকে বলছি, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন |’‌ পাল্টা অভিষেক নাম না করে রাজ্যপালের উদ্দেশে টুইট করেন, ‘‌আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী | গতকাল আমি বলেছিলাম, কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন | লোকে দেখছেন, তাঁরা জানেন কে আসলে লাল দাগ টপকাচ্ছেন |’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *