Breaking News

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম মুছে গেল মেট্রোর ফলক থেকে, কর্তৃপক্ষকে চিঠি আইএনটিটিইউসি’‌র!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার মেট্রো রেলে দেখা দিল অসমতার রাজনীতি | আর তা নিয়ে বেশ হৈচৈ হয়েছিল | কারণ প্রকল্পটি ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী | তখন তিনি রেলমন্ত্রী ছিলেন | এমনকি উদ্বোধনও হয়েছিল তাঁর হাতে | কিন্তু এবার দেখা গেল অন্য চিত্র। দমদম মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের উদ্বোধনী ফলক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উধাও!জানা গিয়েছে, ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দমদম থেকে বরানগর–দক্ষিণেশ্বর মেট্রোরুট সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন | তারপর দমদম স্টেশনের আপ লাইনে উদ্বোধনী ফলক বসানো হয় তাঁর নামে | কিন্তু এখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই তা থেকে মুছে গিয়েছে | বাংলা–ইংরেজি লেখায় মুছে গিয়েছে তাঁর নাম,আর হিন্দিতে ব্যানার্জি শব্দটি পড়ে আছে | এটা নিয়েই মেট্রো কর্তৃপক্ষের সমালোচনায় সরব হয়েছেন যাত্রী থেকে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি | এমনকী সংগঠনের পক্ষ থেকে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারকে চিঠিও দেওয়া হয়|? ”মেট্রো রেল ওয়ার্কার্স ইউনিয়নের (আইএনটিটিইউসি) সাধারণ সম্পাদক সমীর বেরা বলেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে অপমান করতে পারে না মেট্রো| এজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি,” বলেছেন মেট্রো রেলের চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ | আমাদের খুঁজে বের করতে হবে | ‘প্রসঙ্গত, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য পূর্ব-পশ্চিম, জোকা-বিবাদিবাগ, নিউ গোরিয়া, বিমানবন্দর, দক্ষিণেশ্বর-বিমানবন্দর-বারাসত সহ বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেছেন| দমদম থেকে দক্ষিণেশ্বর সম্প্রসারণের কথাও ঘোষণা করা হয় | প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রেলমন্ত্রী | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালে ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেছিলেন | কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে, উদ্বোধনী ফলক থেকে তার নাম অদৃশ্য হয়ে গেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *