প্রসেনজিৎ ধর :- সোমবার ব্যারাকপুরে সভা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই তিনি তোপ দাগেন রাজ্যপালের উদ্দেশ্যে | জগদীপ ধনখড়কে উদ্দেশ্য করে অভিষেক বলেন, ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি‘ | তৃণমূলের যুবরাজের অভিযোগ, রাজ্যপাল পক্ষপাত করছেন | শুধু তাই নয়, সিবিআই প্রসঙ্গেও একাধিক প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে বাংলার দলবদলু, সকলেই একযোগে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | একইসঙ্গে বঙ্গ বিজেপিতে আরও ভাঙনের ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি | এদিনের সভামঞ্চ থেকে রাজ্যপালকে পালটা খোঁচা দিলেন অভিষেক বললেন,”রাজ্যপাল বলেছেন, আমি সীমারেখা অতিক্রম করেছি | আমি কী বলেছি? বিচারব্যবস্থায় ৯৯% খুব ভাল| কিন্তু ১ শতাংশ সরকারি আধিকারিকের কথায় কাজ করছে | আমি বিচারব্যবস্থা নিয়ে বললাম | আর রাজ্যপাল জবাব দিচ্ছেন | ঢিল তাহলে ঠিক জায়গায় পড়েছে |” তিনি আরও বলেন, “রাজ্যপালকে তো আমি কিছু বলিনি | তোমার গায়ে লাগছে কেন? ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি |” এ প্রসঙ্গে বলতে গিয়ে বিচারব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্যের উল্লেখও করেন তৃণমূল নেতা| সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপিতে আরও ভাঙনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি| বললেন, “অনেক গদ্দার মীরজাফররা আছে | আমি দরজা বন্ধ করে রেখেছি | তাই চাপে আছে | দরজা খুলে দিলে দলটা উঠে যাবে | ছোট থেকে বড় এমন নাম আছে তাঁদের নাম বললে তর্ক শুরু হয় যাবে|” একইসঙ্গে অর্জুনের উদ্দেশে অভিষেকের বার্তা, “অর্জুন সিং বুঝেছেন বিজেপিতে যাওয়া আর খাল কেটে কুমীর আনা এক |”