Breaking News

এসএসসিতে দীর্ঘ লড়াইয়ের পর জয়, চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস!এসএসসি-তে নিয়োগের সুপারিশ পেলেন সোমা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী সোমা দাস পেলেন চাকরির নিয়োগপত্র।এসএসসি-তে নিয়োগের সুপারিশ পেলেন তিনি | ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী সোমা দাসের ৭ দিনের মধ্যে চাকরির ব্যবস্থা করতে হবে | এই মর্মে নির্দেশিকা জারি করেছিল স্কুল শিক্ষা দফতর| সেই মতো নিয়োগপত্র পেলেন বীরভূমের নলহাটির সোমা দাস | প্রসঙ্গত, ক্যানসার আক্রান্ত হলেও স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনেক দিন ধরেই আন্দোলন করছেন সোমা দাস | কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমাকে ডেকেছিলেন | সেখানে মাননীয় বিচারপতি সোমাকে অন্য চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন | তবে সোমা তা ফিরিয়ে দেন | আর সেই প্রস্তাব ফিরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন এই চাকরিপ্রার্থী| সোমা দাস বলেন, “আমি যোগ্য প্রার্থী | শিক্ষকতাই করব, অন্য কিছু নয় | চাকরি নিয়ে আন্দোলন থেকে সরে যাব না |” এজলাসে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “তাঁদের মনে আশা জাগিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | লড়াই চলবে|” এরপরই আন্দোলনকারী সোমা দাসকে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা যায় কিনা, সেই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের সচিবকে বিবেচনা করে দেখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ করেন বিচারপতি | এরপর মাননীয় বিচারপতি সোমা দাসের বিষয়টি বিবেচনা করার জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করেন | তারপরই সোমাকে চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত নেয় নবান্ন | সেই মতো নির্দেশ যায় এসএসসি-এর কাছে| প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলন করছেন সোমা দাস | সেই বছরই তাঁর ক্যান্সার ধরা পড়ে | তবে আন্দোলন থেকে সরে দাঁড়াননি তিনি | বরং বিচারপতি যেদিন তাঁকে অন্য চাকরির প্রস্তাব দিয়েছিলেন সেদিন এই সোমা জানিয়েছিলেন আন্দোলন সবাই করছে | সেই কারণে তাঁর একার পক্ষে চাকরি নেওয়া সম্ভব নয়।প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকার প্রয়োজন | চাকরি না পেলে কীভাবে চিকিৎসা হবে? সেই সমস্যা আশু সমাধানের জন্য ৭ দিনের মধ্যে সোমা দাসের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | সেই মতো নিয়োগপত্র পেলেন নলহাটির সোমা দাস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *