Breaking News

স্বাস্থ্যসাথী কার্ডে হেনস্থা!দু’দফা দাবিতে স্বাস্থ্যসাথী নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীদের হেনস্থা রোধ করতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী হেল্প ডেস্ক বসানো এবং সেই হেল্প ডেস্কে সরকারি আধিকারিক বসানোর আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা | অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের কথা মুখে বললেই ফিরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে | আর ফিরিয়ে দেওয়ার কোনও লিখিত দিচ্ছে না | ফলে রেফারের কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না | পাশাপাশি, হাসপাতালে স্বাস্থ্যসাথী ‘হেল্প ডেস্ক’ আছে ঠিকই|কিন্তু তার নিয়ন্ত্রণ হাসপাতালের হাতেই! ফলে কাকে জানানো হবে সমস্যার কথা? তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে | পাশাপাশি, সরকারের কাছে কী করে পৌঁছাবে প্রমাণ? তা নিয়েও প্রশ্ন উঠছে | তাই মামলাকারীদের দাবি, হাসপাতালগুলিতে ‘হেল্প ডেস্কে’ সরকারের নিজের লোক রাখতে হবে| কাউকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না দেওয়া হলে তৎক্ষনাৎ হেল্প ডেস্কে অভিযোগ নেওয়া হোক | অভিযোগ এলে সরাসরি হস্তক্ষেপ করুক স্বাস্থ্য কমিশন, দ্রুত নিষ্পত্তি করুক স্বাস্থ্য কমিশন |এই দুই দফা দাবি নিয়েই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা | আরও অভিযোগ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে এ কথা বলে দিচ্ছে | তাদের বক্তব্যের সাপেক্ষে লিখিত কোনও নথি দিচ্ছে না | এর ফলে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কোনও সুযোগ থাকছে না স্বাস্থ্য কমিশনের সামনে | সেই কারণে মামলাকারীদের আবেদন, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী হেল্প ডেস্কে একজন সরকারি আধিকারিক বসানো হোক | বেসরকারি হাসপাতালে বেডের পরিসংখ্যান কত আছে তা ওই আধিকারিক নজর রাখবেন | পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রোগীদের কোনও অভিযোগ থাকলে তা রোগীরা সেই আধিকারিকের কাছে জানাতে পারবেন | এরপর সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার বা স্বাস্থ্য কমিশনের তরফে যেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় | কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া সেই জনস্বার্থ মামলার শুনানি আগামী সপ্তাহে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *