দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না দিলীপ ঘোষ, সেন্সর করা হল দিলীপ ঘোষকে | বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডার নির্দেশেই দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে বলে, উল্লেখ তাঁকে পাঠানো চিঠিতে | ভারতীয় জনতা পার্টির লেটারহেডে লেখা চিঠিতে দিলীপ ঘোষকে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা খুব ‘সিরিয়াসলি’ নিয়েছেন | নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে| উল্লেখ্য অতীতেও একাধিক বার দিলীপকে সতর্ক করা হলেও দিলীপ ছিলেন অপ্রতিরোধ্য | গরুর দুধে সোনা থেকে মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্য, পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বেলাগাম হওয়াই হোক বা দলীয় কোন্দলকে উস্কে দেওয়া বক্তব্য দিয়ে- দিলীপ আছেন সবেতেই | আর এর ফলে কেন্দ্রীয় নেতৃত্বের মুখ পুড়েছে বারংবার, বারবার অস্বস্তিতে পড়েছেন সকলে | যদিও দিলীপ ঘোষ তা বোধহয় বুঝতেই পারেননি কিন্তু শীর্ষ নেতৃত্ব! তারা তো এত উদাসীন হতে পারেন না | তাই এবার একপ্রকার বাধ্য হয়েই এই রকম কড়া পদক্ষেপ নেওয়া হল দিলীপের বিরুদ্ধে | ওই চিঠিতে বলা হয়েছে আপাতত দিলীপ ঘোষ কোন সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না এমনকি কথা বলতে পারবেন না নিজের দলের সতীর্থদের সম্পর্কেও প্রসঙ্গত, সাম্প্রতিককালে দল ও দলীয় নেতাদের নিয়ে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য বিজেপির অস্বস্তি বাড়িয়েছে | কিছুদিন আগেই বাংলার দায়িত্ব থেকে সরিয়ে সর্বভারতীয় স্তরে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে | যদিও দিলীপ বলেছিলেন বাংলাতেই থাকবেন তিনি | আর এবার সংবাদ মাধ্যমে মুখ খুলতেই বারণ করা হল দিলীপ ঘোষকে |