নিজস্ব সংবাদদাতা :- এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে শহরে এসেছেন তেজস্বী সূর্য। সকালে কলকাতা বিমানবন্দরে নামতেই বাংলার মানুষদের উদ্দেশ্যে বিশেষ মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। জানালেন, বাংলায় লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূলের, আর সেই লড়াই বিজেপি জিতে গিয়েছে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানান, “কংগ্রেস কারও A টিমও না B টিমও না। লড়াইয়ে কংগ্রেস নেই। লড়াইটা বিজেপি বনাম টিএমসি-র, আর বিজেপি সেই লড়াই জিতে গিয়েছে। রাজনৈতিক দলের কোনও কর্মসূচির অনুমোদন পশ্চিমবঙ্গে বহুদিন ধরে দেওয়া হয় না। গণতন্ত্রকে শক্ত করতে হলে সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত।” অন্যদিকে এদিন তেজস্বী সূর্যকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ও বহু বিজেপি কর্মী, সমর্থক। বিমানবন্দর থেকে বেরোতেই এদিন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েই আপ্যায়ন করা হয় সূর্যকে।