Breaking News

কেকে-র মৃত্যুতে দায়ী টিএমসিপি-ই, তোপ এসএফআই-এর!পাল্টা দিল শাসকদল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার নজরুল মঞ্চে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে সংগীত পরিবেশনের পর গায়ক কেকে-র হঠাৎ মৃত্যুতে কাঠগড়ায় আয়োজক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ | অনেকেরই অভিযোগ, অব্যবস্থার মধ্যে নিজের ১০০ শতাংশ দিতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কেকে | আর তারই মধ্যে উঠে এসেছে গোষ্ঠীকোন্দলের তত্ত্ব কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দাবি, বিচিত্রানুষ্ঠান আয়োজনের প্রক্রিয়ায় ডাকাই হয়নি তাঁকে | এমনকী মঙ্গলবারের অনুষ্ঠানেও হাজির ছিলেন না তিনি | গোটা অনুষ্ঠান দখল করে রেখেছিলেন কলেজের টিএমসিপি-এর ইউনিট প্রেসিডেন্ট পঙ্কজ দাস |জনপ্রিয় শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে গুরুদাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে তোপ দাগল এসএফআই | সিপিএমের ছাত্র সংগঠনটির অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থার জেরেই মঙ্গলবার এই ঘটনা ঘটেছে | এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের অভিযোগ, ‘‘গতকাল নজরুল মঞ্চে যা ঘটেছে এবং সঙ্গীতশিল্পী কেকে-র যে করুণ পরিণতি হয়েছে তার জন্য দায়ী গুরুদাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ |’’ মঙ্গলবারের অনুষ্ঠান নিয়ে বেশ কয়েকটি মারাত্মক অভিযোগ করেছেন ময়ূখ | তাঁর দাবি, ওই অনুষ্ঠানের টিকিট কালোবাজারি করা হয়েছে | তাঁর আরও অভিযোগ, কৃত্রিম ভাবে ধোঁয়া তৈরি করতে অগ্নি নির্বাপণ ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে |অর্থাৎ, অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ধোঁয়া ছড়ানো হয়েছে প্রেক্ষাগৃহে | ময়ূখের আরও অভিযোগ, মঙ্গলবার নজরুল মঞ্চের এসি-ও বন্ধ করে দেওয়া হয়েছিল | কলেজের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগের আঙুল তুললেও মানতে নারাজ তৃণমূল |
দেবাংশু ভট্টাচার্যের পাল্টা দাবি, “এই অনুষ্ঠানগুলো মূলত একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজন করে | তারাই শিল্পীদের আনে | ছাত্র সাংসদ কেবলমাত্র নির্দিষ্ট আসন সংখ্যার ভিত্তিতে টিকিট ছাপিয়ে বিলি করেছিল | ইভেন্ট ম্যানেজমেন্টের দায়টা ছাত্র সাংসদের ঘারে চাপিয়ে দেওয়া হচ্ছে | এটা কোথাও গিয়ে ভুল হচ্ছে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *