দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট ঘিরে আচমকা তুঙ্গে জল্পনা | মানুষের জন্য কাজ করতে চাই বলে, টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি | সৌরভ টুইট করে লিখেছেন, “৩০ বছরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে| মানুষের ভালোর জন্য নতুন ইনিংশ শুরু করতে চাই | সবচেয়ে বড় কথা আপনাদের সমর্থন দিয়েছে | আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমার পাশে থাকার জন্য |”
সৌরভ আরও লিখেছেন, ১৯৯২ সাল থেকে ক্রিকেটের দুনিয়ায় যে যাত্রা শুরু করেছিলাম ২০২২ সালে তা তিন দশকে পা দিয়েছে | ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে, তারমধ্যে সবচেয়ে মূল্যবান আপনাদের সমর্থন | আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, সেই যাত্রাপথে সমর্থন জোগানো প্রত্যেককে ধন্যবাদ জানাই | আজকে আমি একটা নতুন যাত্রা সূচনার কথা ভেবেছি | সেই যাত্রায় আরও অনেক মানুষের সমর্থন প্রয়োজন | আমার আশা জীবনের এই অধ্যায়েও আপনাদের সমর্থন বজায় থাকবে|”সৌরভের এই পোস্টের পর শোরগোল শুরু হয়ে গিয়েছে। তবে কী রাজনীতিতে যোগ দেবেন মহারাজ? জল্পনা ওয়াকিবহাল মহলে | প্রাক্তন ভারত অধিনায়ক ক্রিকেট প্রশাসক হিসেবে একাধিক বড় দাইয়িত্ব সামলেছেন | সৌরভের এই টুইটের কী কারণ তা এখনও স্পষ্ট নয় | ইতিমধ্যেই বিসিসিআইয়ের সচিব জয় শাহ একাধিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি সৌরভ|
২০০৮ সালের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ গাঙ্গুলি ২০১২ অবধি আইপিএল খেলেছিলেন | আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও পুনে সুপার ওয়ারিয়র্স দলের হয়ে খেলেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক | ২০১২ সালে সব ধরনের ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর সৌরভকে ক্রিকেট প্রশাসকের ভূমিকায় দেখা গিয়েছে| ২০১৫ সাল থেকে ২০১৯ সাল অবধি সিএবি’র সভাপতি পদে কাজ করেছেন সৌরভ ২০১৯ সালেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে কাজ শুরু করেন সৌরভ | অনেকের ধারণা ক্রিকেট প্রশাসকের ভূমিকা থেকে ইস্তফা দিয়ে অন্য কোন পথে হাঁটার কথা ভাবছেন সৌরভ | প্রসঙ্গত কয়েকদিন আগেই সৌরভের বাসভবনে মধ্যাহ্নভোজন সেরেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | শাহ সাক্ষাতের সঙ্গে এই ট্যুইটটির সংযোগ আছে তাও জানার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা |