দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হল অনুব্রত মণ্ডলকে| আর সেই তলবে সাড়া দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল | আজ, বৃহস্পতিবার সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত মণ্ডল | তৃণমূল কংগ্রেসের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীরাও| এদিন নির্ধারিত সময়ের আগেই ১১ টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন তিনি | এদিন সাড়ে এগারোটা নাগাদ চিনারপার্কের বাড়ি থেকে বেরোন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি | বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | সূত্রের খবর, বুধবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দেয় সিবিআই | ওইদিনই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই অনুব্রতকে তলব করে | বুধবার বিকেলেই বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত | যদিও সিবিআইয়ের মুখোমুখি হবেন কিনা সে বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি | জানান, চিকিৎসার জন্য কলকাতায় আসছেন| উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর | সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা | ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত |এসএসকেএম হাসপাতালে ভর্তি হন | একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর | টানা ১৭ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের তৃণমূল নেতা | চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি | প্রায় দেড়মাস পর গত ২০ মে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত | তাঁকে ঘিরে উন্মাদনা ছিল নেতা-কর্মীদের মধ্যে | সেই সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত বলেন, “আমি আছি, মরি নাই |” বাড়িতে ১১ দিন থাকার পর ফের সিবিআই তলব | তদন্তের সাহায্যে সিবিআই তলবে সাড়া দিয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা |