প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ | আজই জরুরি ভিত্তিতে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে দুপুর দু’টোয় অভিষেকের আরজির শুনানি | ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন | তাই তাঁকে আগামী ৩–১০ জুন পর্যন্ত যেন না ডাকা হয়,এমনই চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–কে জানিয়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ | এই চিঠি পেয়েই ইডি জানায়, বিদেশ যাওয়া চলবে না | তাই একপ্রকার বাধ্য হয়েই ইডি’র এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক | ইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়াদিল্লিতে জেরা করতে চেয়েছিলেন ইডি কর্তারা | সেখানে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে অভিষেক ইডি–কে ধাক্কা দেন | ফলে কলকাতাতেই তাঁকে জেরা করতে হবে বলে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত| তাই ইডি এবার পাল্টা বিদেশে যাওয়া আটকাতেই এই ফরমান জারি করেছে| বলা হয়েছে, যেহেতু তদন্ত চলছে তাই বিদেশ যাওয়া যাবে না | প্রসঙ্গত, একটি সড়ক দুর্ঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ | এরপর থেকে একাধিকবার চোখের চিকিৎসা করাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন | জুন মাসে দুবাইয়ে চোখের চিকিৎসা করাতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের | কিন্তু ইডির তরফে জানানো হয়েছে, আপাতত অভিষেকের বিদেশ যাওয়া চলবে না | সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা | আবেদনে অভিষেকের বক্তব্য, তাঁর কিছু করার নেই | তাঁকে চিকিৎসার জন্য দুবাই যেতেই হবে | তাই তাঁকে যেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয় | আবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেছে আদালত | বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি|