Breaking News

হাইকোর্টে ধাক্কা খেল ইডি,চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দোপাধ্যায়,অভিষেকের বিদেশ যাত্রায় সায় কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে এই পর্যবক্ষেণ কলকাতা হাইকোর্টের | চোখের চিকিৎসার জন্য দুবাই যাত্রায় অভিষেকের সঙ্গে যেতে পারবেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও | তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ১০ জুন পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে | ততদিন পর্যন্ত কোনও নোটিস দিতে পারবে না, এমনই জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী| আদালত আরও জানিয়েছে মামলাকারীকে বিমানের টিকিট এবং দুবাইয়ের কোথায় তারা থাকবেন এই ঠিকানা ইডি-র কাছে দিতে হবে | একই সঙ্গে হাসপাতাল এবং থাকার জায়গার ফোন নম্বরও জানাতে হবে | এর সাহায্যেই যাতে ইডি তাদের উপর নজর রাখতে পারে সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে | বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, চিকিৎসা পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার | মানুষ কোথায় চিকিৎসা করবেন তা নিজে ঠিক করবেন | আর এক্ষেত্রে কেউ আপত্তি করতে পারে না | তাই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রায় অনুমোদন দিয়েছে আদালত | পাশাপাশি এদিন ইডির আইনজীবীর তরফে আদালতে সওয়াল করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই গেলে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন | বা পালিয়ে যেতে পারেন | এই বিষয়ে আদালতের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ | তিনি এর আগে একাধিকবার বিদেশে গিয়েছেন এবং তদন্তে সহযোগিতাও করেছেন | বিচারপতি ইডি’‌র আইনজীবীকে বলেন, ‘‌পালিয়ে যাওয়ার আশঙ্কা অমূলক | তাই চিকিৎসা করতে যেতে ছাড়পত্র দেওয়া হচ্ছে |’ তিনি কোথায় চিকিৎসা করবেন সেটা তার নিজস্ব বিষয় | তাকে ইডি আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে | সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নতুন করে কোনও সমন পাঠানো হয়নি | অসহযোগিতার কোনও অভিযোগ নেই এমনটাই সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী |ইডির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দোপাধ্যায় | আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন ডাকা না হয় কারণ তাঁকে চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হবে | এই মর্মে ইডিকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় |যদিও তাঁর অভিযোগ, ইডি তাঁকে জানায় যে বিদেশ যাওয়া চলবে না | ইডির সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চে আবেদন করেন অভিষেক | তারপরই অভিষেকের বিদেশ যাত্রায় অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *