প্রসেনজিৎ ধর, কলকাতা :- গায়ক কেকে-র মৃত্যুতে অব্যস্থার অভিযোগ তুলে তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ |বৃহস্পতিবার পাঠানো চিঠিতে রাজ্য প্রশাসন ও শাসকদলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি |তাঁর এই অভিযোগের পালটা দিয়েছে তৃণমূলও |ঘাসফুল শিবিরের মিডিয়া কো অর্ডিনেটর কুণাল ঘোষ বলেন, “ওঁর (কেকে) শারীরিক অস্বস্তি ছিল | এর সঙ্গে অযথা পারিপার্শ্বিক বিষয় জড়িয়ে ফেলা উচিত নয় | যখন ওঁর ম্যানেজার কোনও অভিযোগ করছেন না তখন এই বিজেপি নেতার এমন আচরণ মেনে নেওয়া যায় না |
বৃহস্পতিবার অমিত শাহকে পাঠানো চিঠিতে একাধিক প্রশ্ন তুলেছেন সৌমিত্র |
- ‘৩ হাজার আসনের নজরুল মঞ্চে কেন ৭ হাজার মানুষের জমায়েত হয়েছিল?’
- ‘ঘটনার সময় কি নজরুল মঞ্চে কি পুলিশ বাহিনী ছিল?’
- ‘কনসার্টের সময় ইভেন্ট অর্গানাইজাররা কি স্থানীয় থানায় জানিয়েছিলেন?’
- ‘নজরুল মঞ্চের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি রিপোর্ট পেশ করেছেন? করলে তা কোথায়?’
- ‘ময়নাতদন্তের সময় হাসপাতালে তৃণমূল নেতারা কী করছিলেন?’শুভেন্দু অধিকারী সহ অন্যদের কেন হাসপাতালে যেতে দেওয়া হল না?’
- ‘এসি যদি কাজ না করে তাহলে কেন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল?’
কেকে’ র মৃত্যু’র পর থেকে একাধিক বিতর্ক সামনে এসেছে | ঘটনায় অব্যবস্থা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দিকেই আঙুল উঠেছে | পরিকাঠামো ছাড়াই কেকে’র অনুষ্ঠান করানো হয়েছে বলে অভিযোগ। এমনকি বারবার কেকে’র অনুরোধ স্বত্বেও লাইট নেমানো হয়নি বলেও অভিযোগ সামনে এসেছে | আর এই বিতর্কের মধ্যেই সিবিআই চেয়ে সৌমিত্র খাঁ’য়ের চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে |কেকে-র মৃত্যুতে সরাসরি শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি | বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ডেকে এনে একজন গায়ককে দমবন্ধ করে মেরে ফেলল | এজন্য শাসকদলের ছাত্র সংগঠনের উদ্যোক্তাদেরই দায়ী করেছেন তিনি | এখন দেখার কেকে-র মৃত্যুর তদন্তে কোনও পদক্ষেপ করে কি না কেন্দ্রীয় সরকার | তবে সৌমিত্র খাঁয়ের এহেন চিঠি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও |